ইনফরমেশান এন্ড ফাইন্যান্সিয়াল লিটারেসি সেন্টার এর সেবা সমূহ
- ০১. পুঁজিবাজার সম্মন্ধে সার্বিক ধারণা দেওয়া।
- ০২. বিও অ্যাকাউন্ট খুলতে কি কি কাগজপত্র লাগবে তাহা জানিয়ে দেওয়া এবং কিভাবে বই পূরণ করতে
হবে সে ব্যাপারে সহযোগিতা করা।
- ০৩. ইন্টারনেট ট্রেড এর নিয়ম কানুন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া এবং হাতে কলমে ট্রেড শিখিয়ে দেওয়া।
- ০৪. আইপিও এর খবরা-খবর প্রদান করা।
- ০৫. ওয়েবসাইট এর মাধ্যমে আইপিওতে কিভাবে আবেদন করতে হয় তাহা শিখিয়ে দেওয়া।
- ০৬. দীর্ঘমেয়াদী বিনিয়োগের সুফল সম্পর্কে অবগত করা।
- ০৭. “শেয়ার বাজার জিজ্ঞাসা” বই বিক্রয় করা। Published by ISL
- ০৮. ডিএসই এবং সিএসই’র মান্থলি রিভিউ এবং পাক্ষিক পুঁজিবাজার পড়তে দেওয়া এবং বুঝিয়ে
দেওয়া।
- ০৯. Annual Report কিভাবে পড়তে হয় তাহা শিখিয়ে দেওয়া।
- ১০. পুঁজিবাজার বিষয়ক আইএসএল এর প্রকাশনী “আইল্যান্ড বার্তা” বিনামূল্যে বিতরণ করা।
- ১১. “সঞ্চয়” পুস্তিকা বিক্রয় করা। Published by ISL
- ১২. বিএসইসি’র “বিনিয়োগের প্রাথমিক ধারণা” বইটি বিতরণ করা।