গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে গত বছরের ৯ ডিসেম্বর তামহা সিকিউরিটিজের শেয়ার লেনদেন ও ডিপোজিটরি পার্টিসিপেন্ট (ডিপি) স্থগিত করে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এর আগে বানকো ও ক্রেস্ট সিকিউরিটিজ বিভিন্ন অনিয়মের কারণে বন্ধ হয়েছিল। এবার বন্ধ হয়ে যাওয়া এ তিন ব্রোকারেজ হাউজের গ্রাহকদের শেয়ার ও টাকা ফিরে পেতে আগামী ১৫ মের মধ্যে আবেদন করতে বলেছে ডিএসই। গতকাল এক্সচেঞ্জটির ওয়েবসাইটে তিনটি আলাদা বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়। তবে যারা এরই মধ্যে আবেদন করেছেন তাদের আর দিতে হবে না।
এর আগে তামহা সিকিউরিটিজের সম্পদ বিক্রি করে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেয়ার নির্দেশ দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত ৭ ফেব্রুয়ারি এ বিষয়ে বিএসইসির পক্ষ থেকে ডিএসই ও তামহা সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক এবং পরিচালকদের কাছে চিঠি পাঠানো হয়।
2013 All right reserved Island Securities Limited
Posted By : Admin February 17, 2022