ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লি. এর আইপিওর তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী মাসের 19/10/2020 তারিখ থেকে 25/10/2020 তারিখ পর্যন্ত আইপিওর জন্য আবেদন করা যাবে। পুঁজিবাজার থেকে এই কোম্পানিটি 30 (ত্রিশ) কোটি টাকা উত্তোলণ করবে। ফেইজ ভেল্যু 10 টাকা। লট প্রতি শেয়ার 500 টি। মোট লটের সংখ্যা 30,000 টি ।
Posted By : Admin September 22, 2020